আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার জ্বালানী তেল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় আরও বেশ কয়েক জন পালিয়ে যায়।

শনিবার (৬ আগস্ট) সকাল ১১ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার শিমুলতলা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন, বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলীরেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শিমুলতলা এলাকায় লোকজন জড়ো হতে থাকে। তারা সড়কের অবরোধসহ বিক্ষোভ ও বিশৃংখলার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেলে লাঠিসহ তিনজনকে আটক করা হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়েছে। এব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Close
Close