আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় পথশিশুদের খাবার দিলেন সেই ইমাম হোসেন

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া ও ঈদের ভাল খাবার থেকে বঞ্চিত পথশিশুসহ প্রায় শতাধিক হকারদের একবেলা খাবার দিয়েছেন লায়ন মো ইমাম হোসেন।

সোমবার দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকায় সৌদিআরব প্রবাসীর অর্থায়নে তাদের মাঝে খাবার পরিবেশন করেন শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক লায়ন মোহাম্মদ ইমাম হোসেন।

ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে আমি কিছু ঈদ বস্ত্র বিতরণ করি। গণমাধ্যম বিষয়টি প্রচার হলে সৌদি প্রাবাসী আমার বন্ধুর চোখে পড়ে। তিনি আমার সাথে যোগাযোগ করে তাদের ঈদের খাবারের মত একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তার অর্থায়নে আজ প্রায় শতাধিক ছিন্নমূল শিশুসহ হকারদের একবেলা খাবারের ব্যবস্থা করি।

ছিন্নমূল পথশিশুরা বলেন, আমাদের বিরিয়ানি খাওয়াইতে চেয়েছিলো। কিন্তু ওতো ভাল খাবার আমরা খেতে পারি না। তাই আমাদের কথামত ভাত, গরুর গোস্ত, ডাল ও সবজির ব্যাবস্থা করেছেন। আমরা অনেকদিন পরে পেট ভরে একবেলা খাবার খেলাম। ঈদেও এ ধরনের খাবার আমরা খেতে পারি না। লায়ন স্যার আমাদের প্রায়ই খাবার দেন। আল্লাহ যেন তার মঙ্গল করেন।

প্রসঙ্গত, ঈদের আগের দিন  নতুন জামা ও নগদ টাকা ইমাম  হোসেন তুলে দিয়েছিল পথশিশুদের হাতে।

Related Articles

Leave a Reply

Close
Close