অন্যদিকেবিশ্বজুড়ে

ইরানে আটক রাশিয়ান নারী সাংবাদিকের মুক্তি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইরানে আটক রাশিয়ান নারী সাংবাদিক ইউলিয়া ইউজিককে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরানস্থ রুশ দূতাবাসের মুখপাত্র আন্দ্রে গাঙ্কো। ইউলিয়া ইউজি বৃহস্পতিবার সকালে তেহরান ত্যাগ করেছেন বলে জানান তিনি।

ওই রুশ সাংবাদিক তেহরানস্থ রাশিয়ার দূতাবাসের সঙ্গে সমন্বয় না করেই ইরান সফরে এসেছিলেন বলে জানায় রুশ দূতাবাস।

রুশ দূতাবাস জানায়, গেল ২৯শে সেপ্টেম্বর রবিবার ইউলিয়া ইরানে পৌঁছালে তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার পাসপোর্ট জব্দ করা হয়। এরপর ২রা অক্টোবর তাকে তেহরানের একটি হোটেল থেকে আটক করা হয়। এসময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি সাংবাদিকদের বলেছিলেন, কিছু অসঙ্গতি সম্পর্কে প্রশ্ন করার জন্য ইউলিয়াকে আটক করা হয়েছে।

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close