বিশ্বজুড়ে

কানাডায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা অর্থনীতি ডেস্ক: কানাডার পশিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রদেশের হার্ডি বন্দর থেকে ১৭৭ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইউরোপীয়ান-মেডিটেরেনিয়ান ভূমিকম্প কেন্দ্র জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানক্যুভার সমুদ্রবন্দর থেকে ৫১৮ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে কোনো সুনামি সতর্কতা নেই বলেও জানায় প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close