দেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। একই সময়ে দেশে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৮৮ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৫২ জনের এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৯৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

এছাড়া শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ৭৫ হাজার ৯১২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২২ জনের। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনায় ৫, সিলেটে ৮ এবং রংপুরে ১ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই সংক্রমণে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হওয়ার পর তা বিশ্বব্যাপী বিস্তার করে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close