আশুলিয়াগার্মেন্টসশিল্প-বানিজ্যস্থানীয় সংবাদ

আশুলিয়ায় বেতন আনতে গিয়ে কারখানা বন্ধ পায় শ্রমিকরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতনের দাবীতে সাভারের আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। পাশাপাশি আঞ্চলিক সড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে তারা।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আশুলিয়ার টেঙ্গুরী পুকুরপাড় এলাকার গ্লোরিয়াস ড্রেস লিমিটেড, কলতাসূতী এলাকার ফ্রাওলেন ফ্যাশন লিমিটেড, কুটুরিয়া এলাকার জেড এ্যাপারেলস, টপগ্রেড ওয়াশিং, নরসিংহপুর এলাকার আদিয়াত এ্যাপারেলস এবং খেজুর বাগান এলাকার ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করে।

এছাড়া আশুলিয়ার কবিরপুর এলাকার পলমল কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করে ভুক্তভোগীরা।

তারা জানান, চলতি মাসের ১০ তারিখে তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ১৬ তারিখ বেতন দিবে বলে জানিয়ে দেন। কিন্তু আজ সকালে কারখানা বন্ধ পাওয়া যায়। কারখানা কর্তৃপক্ষের কেউ আসেনি এবং ফোন দিলেও রিসিভ করেনি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।

তারা আরও জানান, এ কারখানার অপারেটররা দুই মাসের বেতন এবং হেলপাররা ৩ মাসের বেতন পাবে।

একই দাবীতে আশুলিয়ার বিভিন্ন এলাকার আরো প্রায় ৬টি কারখানার শ্রমিকরা কারখানার সামনে ও অনেক সড়কে নেমেও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close