আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় সিলিন্ডার থেকে কারখানায় গ্যাস স্থানান্তর; বিস্ফোরণে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণের পর দেয়াল চাপা পড়ে রিমা খাতুন নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুরে ন্যাচারাল  সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন কুড়িগ্রামের চিলমারী থানার খরখরিয়ার ঝাকোয়াপাড়ার গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার মুরাদ অ্যাপারেলস লিমিটেড নামে কারখানায় অপারেটর হিসিবে চাকরি করতো।

ছবি: ঢাকা অর্থনীতি

আশুলিয়া ডিইপজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা  জাহাঙ্গীর হোসেন জানান,  বাইরের সিএনজি পাম্প থেকে দুইটি মিনি ট্রাকে বসানো সিলিন্ডার এর মাধ্যমে গ্যাস নিয়ে কারখানায় স্থানান্তরের সময় গ্যাস হিটার মেশিন বিস্ফোরিত হয়। এতে উড়ে যায় টিনসেডের চাল ও পাশে থাকা দেয়াল ধ্বসে পড়ে। এসময় ধ্বসে পড়া দেয়ালে চাপা পড়ে পথচারী নারী শ্রমিক রিমা খাতুন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় জলিল, মাহফুজা, আইয়ুব নামের আরো তিন জন। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, মূলত বাইরের সিএনজি পাম্প থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস নিয়ে কারখানার গ্যাস রিফাইন মেশিনের মাধ্যমে গ্যাস স্থানান্তর করার কতটুকু বৈধতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার কাজগপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close