আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ১০ শ্রমিক সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: শিল্পাঞ্চল আশুলিয়ায় ঈদের আগে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন ভাতা, ঈদ বোনাস পরিশোধের দাবিতে ১০টি শ্রমিক সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার বেলা ১১টায় আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের আয়োজনে আশুলিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক পরিবার ফাউন্ডেশনের সভাপতি সরোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, লেবার কোর্ট বার এসোসিয়েশনের এডভোকেট মাহবুবুর রহমান, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর শেখ লালন, বিপ্লবী শ্রমিক ফেডারেশন এর সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা সভাপতি রাকিব হাসান সোহাগসহ ১০টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নারী শ্রমিক।

এসময় শ্রমিক নেতারা বলেন, ঈদকে সামনে রেখে আশুলিয়ার বিভিন্ন কারখানায় কৌশলে শ্রমিক ছাঁটাই চলছে। শ্রমিকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে ঘরভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ ও তাদের সন্তানদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত রেখে কারখানার মালিকরা ঈদের আনন্দ করতে কেনাকাটা শুরু করেছে। অথচ শ্রমিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এজন্য আশুলিয়ার সকল শ্রমিক সংগঠন গভীর উদ্বেগের সাথে এ সংবাদ সম্মেলনের আয়োজন করছে। এ সম্মেলনের মাধ্যমে সরকারকে জানাতে চাই, ঈদের পূর্বে কোন কারখানার শ্রমিক ছাঁটাই ও হয়রানী বন্ধ করতে হবে, যেসকল কারখানা ইতোমধ্যেই কারখানার শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে অনির্দিষ্ট কালের বন্ধের ঘোষনা দিয়েছে তাদেরকে অবিলম্ভে শ্রমিক বকেয়া পাওনাদি পরিশোধের আহবান জানান হয়। পূর্ণ মাসের বেতন  ঈদের আগে দিতে হবে, ২০ রমজানের মধ্যে বোনাস দিতে হবে, এ মাসের ৩০ তারিখের মধ্যে ছুটি ও ওভারটাইমের টাকা দিতে হবে বলেও জানান তারা। বিজিএমইএ ও বিকেএমইএ সিদ্ধান্ত মোতাবেক যদি কোন কারখানা এ সময়ের মধ্যে পাওনাদি পরিশোধ করতে পারবে না তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তারা জানান। এছাড়া ছাঁটাইকৃত শ্রমিকদের পূণর্বাসন করাসহ যাবতীয় পাওনাদি তাদের পরিশোধেরও আহবান জানান হয়।

Related Articles

Leave a Reply

Close
Close