দেশজুড়েপ্রধান শিরোনাম

আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে ২১ লাখের বেশি মানুষ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ২১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছিলেন, দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এর সংখ্যা আরও বাড়তে পারে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল শনিবার দিবাগত রাতে সংবাদমাধ্যমে জানান, ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্কে ১৪টি জেলার ৫ হাজার ৫৮৮টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ২১ লাখ ৬ হাজার ৯১৮ মানুষ। এছাড়া আরও ২০ লাখ মানুষকে আশ্রয় দেয়ার ধারণক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল রবিবার ভোর নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর–পূর্ব দিকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার বেগে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close