বিশ্বজুড়ে

আসামে চার বাংলাদেশি গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের আসাম প্রদেশ থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলেছেন, এই বাংলাদেশিদের কাছে ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ রূপি মূল্যের জাল সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) আসামের কাচার জেলার শিলচর থেকে চার বাংলাদেশিকে জাল সৌদি রিয়ালসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ছয়টি মোবাইল ফোন ও পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদ উজ্জামান ও জামাল মুনশি।

শিলচরে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত মাসে শিলচরের এক ব্যক্তির সঙ্গে এই বাংলাদেশিরা প্রতারণা করেছেন বলে দাবি করেছে পুলিশ। রোববার তারা প্রতারণার মাধ্যমে আরো এক ব্যক্তির সঙ্গে জাল সৌদি রিয়াল বিনিময়ের চেষ্টা করে। ভারতীয় মুদ্রায় এই রিয়ালের মূল্য প্রায় ২ লাখ রূপি।

Related Articles

Leave a Reply

Close
Close