বিশ্বজুড়ে

ইতালি যাওয়ার পথে ৭ বাংলাদেশির মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় হাইপোথার্মিয়ায় ৭ বাংলাদেশি মারা গেছেন।

মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ইতালির উপকূলরক্ষীরা ল্যাম্পেদুসা উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে নৌকাটি শনাক্ত করতে সক্ষম হন। সেসময় তারা তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। তবে নৌকাটি তীরে ভিড়তে ভিড়তে আরও চারজন মারা যান। অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিল, যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।

ল্যাম্পেদুসার মেয়র সালভাতোর মার্টেলো সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কোস্টগাডের্র সদস্যরা জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারা রাত ভাসতে দেখেছেন বলে তিনি জানান। পরে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close