দেশজুড়েপ্রধান শিরোনাম

ইলিশ রক্ষায় সারাদেশে ২৬৪০ ভ্রাম্যমাণ আদালত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত, কেনা-বেঁচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছিল সরকার। এই ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত, কেনা-বেঁচা, মজুত ও বিনিময় ছিল আইনত দণ্ডনীয় অপরাধ।

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে দেশের আট বিভাগে ২ হাজার ৬৪০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সরকার।

এই অভিযান সফল করতে সরকারের পক্ষ থেকে ১৯ হাজার ৮১৮টি অভিযানও পরিচালনা করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এবছর মন্ত্রণালয়ের নির্দেশনায় মা ইলিশ রক্ষায় আকাশপথে হেলিকপ্টার দিয়ে ব্যতিক্রমী অভিযান পরিচালনা করে বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়াও নৌপুলিশ, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে একাধিক যৌথ সাঁড়াশি অভিযানও পরিচালনা করা হয়।

মৎস্য অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ইলিশ সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত ৩৬ জেলার জেলা প্রশাসক, ১৫২ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার নির্বাহী মেজিস্ট্রেট, নৌপুলিশ, পুলিশ, কোস্টগার্ড, বিমান বাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবি’সহ স্বেচ্ছাসেবী নানা সংগঠন ও ব্যক্তিবর্গ প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close