আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় চেক জালিয়াতি মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ ভাতিজার দায়ের করা চেক জালিয়াতি মামলায় আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ আলী গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ইউপি সদস্যের নাম মোহাম্মদ আলী (৪৫)। তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার মৃত তবিজ উদ্দিনের ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কয়েক বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ভাতিজা জাহাঙ্গীরের কাছ থেকে আট লাখ টাকা নেন। পরে স্থানীয় সালিশে টাকা ফেরত দেয়ার কথা হলে তিনি একটি চেক প্রদান করেন। তবে একাউন্টে কোন টাকা না থাকায় জাহাঙ্গীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী তিনি। ফলে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা অর্থনীতি/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close