দেশজুড়েপ্রধান শিরোনাম

ইসির পদত্যাগ দাবি চরমোনাই পীরের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তার অভিযোগ, ভোটারদের ভোট দিতে না দেওয়া, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, ভোটদানে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি এবং আগের রাতে এজেন্ট না দিতে হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেন।

বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনি ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। নির্বাচন নিয়ে এ দেশের সাধারণ জনগণের আর কোনও আগ্রহ অবশিষ্ট নেই। নির্বাচনের নামে এ ধরনের প্রহসনের কোনও মানে হয় না। প্রধানমন্ত্রী গণভবন থেকে তাদের পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করলে জনগণের এত অর্থ ব্যয় হতো না। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

জালিয়াতি, প্রহসন ও ডিজিটাল কারচুপির ফল বাতিল করে নতুন করে সিটি নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন চরমোনাই পীর।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close