শিল্প-বানিজ্য

চা ব্যবসা বিক্রি করতে সম্মত হয়েছে ইউনিলিভার

ঢাকা অর্থনীতি ডেস্ক: ব্রিটিশ ভোগ্যপণ্য প্রস্তুতকারক গ্রুপ ইউনিলিভার তাদের বিশ্বব্যাপী চা ব্যবসাকে ৪ দশমিক ৫ বিলিয়ন ইউরোর (৫ দশমিক ১ ‍বিলিয়ন ডলার) সিভিসি ক্যাপিটাল পার্টনারসের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিলিভারের একাটেরা নামের যে ব্যবসাটি বিক্রি করা হচ্ছে, তার অধীনে লিপটন, পিজি টিপস, পুক্কা হার্বস এবং ট্যাজোসহ ৩৪ টি চা ব্রান্ড রয়েছে। এটি ২০২০ সালে ২ বিলিয়ন ইউরো আয় করেছে।

অবশ্য ইউনিলিভার তার ভারত ও ইন্দোনেশিয়ার চা ব্যবসা ধরে রাখবে। পাশাপাশি পেপসিকোর সঙ্গে চা বোতলজাতের যৌথ উদ্যোগ এ চুক্তির বাইরে থাকবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে ইউনিলিভার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিসি ক্যাপিটাল ফান্ড VIII এর কাছে একটেরা নগদ এবং ঋণমুক্ত ভিত্তিতে বিক্রি করা হবে। এবং ২০২২ সালের দ্বিতীয়ার্ধে চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

এই বিক্রয় ইউনিলিভারকে এমন একটি ব্যবসা থেকে মুক্তি দিয়েছে, যেটি কালো চায়ের চাহিদা কমে যাওয়ায় এবং ভোক্তাদের রুচির পরিবর্তনের কারণে বেশ কয়েক বছর ধরে আয়ের উপর টানাটানি ছিল।

Related Articles

Leave a Reply

Close
Close