জীবন-যাপন

ঈদের রাতে করতে পারেন একটু জমকালো সাজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঈদের দিন কেটে যায় অতিথি আপ্যায়ন ও বিভিন্ন কাজে। রাতের দাওয়াতে তাই একটু সাজতেই পারেন।

বেইজ করে নিতে পারেন নিজেই। তবে এটি লাগাতে হবে বুঝেশুনে। কারণ বেইজ খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনপ্যানকেক কিংবা কমপ্যাক্ট পাউডার যেটাই ব্যবহার করুন না কেনত্বকের ধরণ অনুযায়ী হওয়া জরুরি।

ফাউন্ডেশন কিংবা প্যানকেক ব্যবহার করলে ভেজা স্পঞ্জ দিয়ে চেপে বসিয়ে নিতে হবে ত্বকে। ত্বকের খুঁত ঢাকতে ব্যবহার করতে পারেন কনসিলার।

চোখে গাঢ় রঙের লেন্স ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই পোশাক ও ব্যক্তিত্বের সঙ্গে যেন সেটা মানানসই হয় সেদিকে লক্ষ রাখবেন।

পোশাকের রঙ গাঢ় হলে রাতের পার্টিতে স্মোকি আই ভালো দেখাবে। তবে খুব ছোট চোখে স্মোকি সাজ মানানসই নয়। ছোট চোখের মেকআপের জন্য ব্যবহার করুন কাজল ও হালকা শেডের আইশ্যাডো।

পোশাকের ধরনের উপরেও নির্ভর করবে সাজ। বাঙালি পোশাকের সঙ্গে টেনে কাজল দিতে পারেন। টিপও বেশ ভালো দেখাবে।

রাতের সাজে গাঢ় রঙের ব্লাসন ব্যবহার করতে পারেন।

চোখে গাঢ় মেকআপ থাকলে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগান।

রাতের আয়োজনে চুল ছেড়ে রাখতে পারেন। স্ট্রেইট করতে পারেন চুল। আবার নিচের অংশ কার্ল করলেও ভালো দেখাবে। সামনের দিকে চুল হালকা ফুলিয়ে ক্লিপ দিয়ে পেছনে বেঁধে নিলে গরমের আরাম পাবেন। পশ্চিমা পোশাকের সঙ্গে টিনএজাররা টেনে পনিটেইল করে নিতে পারেন।

শাড়ি পরলে ফুল গুঁজে নিতে পারেন চুলের খোঁপায়।  

মেকআপ ভারি হলে খুব বেশি গয়না পরবেন না। গলায় কিছু না পরে কানে জমকালো একটি ঝুমকা পরতে পারেন।

বাঙালি সাজ হলে টিপ লাগিয়ে নিন কপালে।

সাজ যেমনই হোক না কেন, তাতে স্বাচ্ছন্দ্য যেন থাকে শতভাগ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close