খেলাধুলা

এক ম্যাচে পাকিস্তানের ৫ ‘লজ্জার রেকর্ড’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইংল্যন্ড বিশ্বকাপে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ২১৮ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ট্রেন্ট ব্রিজে এদিন ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপে পড়ে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই অলআউট হয় পাকিস্তান। এমন হারের পর পাকিস্তানের সঙ্গী হয়েছে একাধিক বিব্রতকর রেকর্ড। 

১. ২১৮ বল বাকি থাকতে হেরেছে পাকিস্তান। বল বাকি রেখে বিশ্বকাপে এটিই তাদের সবচেয়ে বড় হার। এমনকি ওয়ানডেতেই এর চেয়ে বড় হার তাদের আছে মাত্র একটি।

২. এই ম্যাচের ১০৫ রান বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর সর্বনিম্ন ৭৪, ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

৩. আইসিসির পূর্ণ সদস্য প্রথম আট দলের কাউকে ওয়েস্ট ইন্ডিজ ১০৫ বা এর কম রানে অলআউট করেছিল সবশেষ ১৯৯৬ সালে। সেবার ব্রিসবেনে বেনসন অ্যান্ড হেডেজ ওয়ার্ল্ড সিরিজে তারা শ্রীলঙ্কাকে অলআউট করেছিল ১০২ রানে।

৪. পাকিস্তান এদিন ৭ উইকেট হারিয়েছে শর্ট অথবা শর্ট অব অ্যা গুড লেংথ ডেলিভারিতে। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা মোট বল করেছে ১৩০টি, এর মধ্যে শর্ট অথবা শর্ট অব অ্যা গুড লেংথ ডেলিভারি ছিল ৬৮টি, যা মোট বলের ৫২ শতাংশ।

৫, এই নিয়ে টানা ১১ ওয়ানডে ম্যাচ হারল পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ পরাজয় যাত্রা এটিই।

Related Articles

Leave a Reply

Close
Close