দেশজুড়ে

এবার উত্তরায় চালু হচ্ছে গাড়িমুক্ত সড়ক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পর উত্তরার সোনারগাঁও জনপদ সড়কের একপাশ কার ফ্রি স্ট্রিট (গাড়িমুক্ত সড়ক) করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেক্টর ১১ এর ২/এ নম্বর সড়ক থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কটি গাড়িমুক্ত থাকবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সে সময় এ সড়কে স্থানীয়রা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়াকিং, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত্য, গান, ছবি আঁকা, আড্ডা, বই পড়াসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, শুক্রবার (২২ নভেম্বর) সকালে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন করবেন মেয়র আতিকুল ইসলাম। ফলে স্থায়ীভাবে সপ্তাহে একদিন কিছু সময়ের জন্য গাড়িমুক্ত সড়ক পেতে যাচ্ছে রাজধানীবাসী।

Related Articles

Leave a Reply

Close
Close