প্রধান শিরোনামবিশ্বজুড়ে

এবার চিংড়িতে করোনা ভাইরাস!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইকুয়েডর থেকে আমদানি করা হিমায়িত চিংড়ির প্যাকেজে “কোভিড ১৯” পেয়েছে চীন। এতে রফতানিকারক দেশটির তিনটি প্রতিষ্ঠান থেকে হিমায়িত চিংড়ি আমদানি স্থগিত করেছে বেইজিং।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের আমদানি-রফতানি খাদ্য নিরাপত্তা ব্যুরোর কাস্টমস প্রশাসনের প্রধান বাই কেক্সিন।

চীনের সংবাদ মাধ্যম জানায়, তিনটি কোম্পানির হিমায়িত চিংড়ির প্যাকেজের ভেতরে নিউক্লিক এসিডের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল। তবে প্যাকেজের ভেতরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ছয়টি প্যাকেজের বাইরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেজের ভেতরে করোনাভাইরাস স্বয়ংক্রিয়ভাবে নেগেটিভ হয়েছে।

চীনের আমদানি-রফতানি বিষয়ক খাদ্য নিরাপত্তা জানায়, বিশ্লেষণের পর ওই তিনটি কোম্পানির কন্টেইনারের পরিবেশ ও বাইরের প্যাকেটজাত পণ্যে করোনার ঝুঁকি রয়েছে।

এরইমধ্যে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে চীন বিশ্বের ২৩ দেশ থেকে মাংস আমদানি বন্ধ করেছে। সূত্রঃ সিজিটিএন

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close