খেলাধুলা

এবার দেশের নামেও ভুল লিখেছে বিসিবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে যারা আছেন, তারা আসলেই কাজের প্রতি কতটা নিষ্ঠাবান সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল আরেকবার। কারণ চট্টগ্রাম টেস্টের ম্যাচের টিকিটে খেলা শুরুর সময় ভুল দেওয়ার পর এবার দেশের নামেও ভুল লিখেছে বিসিবি।

চট্টগ্রাম টেস্টের ম্যাচ শুরুর সময় সকাল ১০টা। তবে ম্যাচের প্রথম দিনের টিকিটে ছাপার ভুলে লেখা হয়েছিল রাত ১০টা। এবার অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও পাওয়া গেছে ভুল। অর্থাৎ, বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায় দেশের নামই ভুল করেছে বিসিবি।

শুক্রবার চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে ইভেন্টের ঘরে লেখা পাকিস্তান বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশ বানান। বাংলাদেশের ইংরেজি বানানে ‘n’ এর বদলে লেখা ছিল ‘m’। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় ‘বামগলাদেশ’!

এর আগের দিন পাওয়া যায় টিকেটে ছাপার গোলমাল। টিকেটে ম্যাচ শুরুর সময়ে 10 AM এর জায়গায় ভুল করে ছাপা হয়েছে 10 PM! তাতেই বেঁধেছে গোলমাল, তৈরি হয়েছে ব্যাপক হাস্যরস। বিসিবির নজরে আনা হলে তারা জানিয়েছে, টিকেট ছাপতে গিয়ে ভুলবশত এএম এর জায়গায় পিএম চলে এসেছে।

টিকেটের ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনার মুখে পড়ে বিসিবি। এরপর খেলোয়াড় তালিকাতেও মিলল টাইপিংয়ের গোলমাল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close