খেলাধুলা

মুশফিকের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ১২তম

ঢাকা অর্থনীতি ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখা গেল বিরল ঘটনা। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিকুর রহিম।

ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাটিং করা মুশফিক।

বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স করে, স্টাম্প থেকে দূরে থাকলেও কিছু একটা ভেবে মুশফিক ডান হাত দিয়ে বলটা দূরে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই আবেদন করে কিউইরা।

অধিনায়ক টিম সাউদিসহ বাকিরাও যোগ দেন আবেদনে। টিভি রিপ্লেতে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার।

বাংলাদেশের প্রথম হলেও টেস্ট ক্রিকেটে বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন মুশফিক।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা দেখল ১২তম বার। টেস্টে এনিয়ে অষ্টমবার ঘটল অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের ঘটনা।

এমন আউট নিয়ে ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় বলা হয়েছে, যদি ব্যাটার যে হাতে ব্যাট ধরা নেই সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন।

কিন্তু যদি চোট থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।
এই আইনটি একসময় ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে হ্যান্ডলড দ্য বল আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অন্তর্ভুক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close