দেশজুড়ে

এবার ব্যাটারির কারখানায় পাওয়া গেল ক্যাসিনো সামগ্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংজিং লাংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী মাহাজং মেশিন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে অবস্থিত ওই কারখানা থেকে এ অবৈধ পণ্য জব্দ করা হয় বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

এর আগে রোববার বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড নামের মোবাইল ফোনের কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় ওই কারখানাটির অবস্থান। কারখানার ওয়্যার হাউস হতে মাহাজং নামক ক্যাসিনো বোর্ড ও অন‌্যান্য সামগ্রী জব্দ করা হয়।

মিথ্যা ঘোষণা দিয়ে কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা গ্রহণ করে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। বাংলাদেশে এরকম বেশকিছু ক্যাসিনো সামগ্রী (মাহাজং) আমদানির বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরে এসেছে।

Related Articles

Leave a Reply

Close
Close