দেশজুড়েপ্রধান শিরোনাম

‘ওমিক্রন’ বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন শনাক্ত হওয়া করোনার ‘ওমিক্রন’ বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ বন্ধ করছে বাংলাদেশ।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিষয়ে আমরা অবহিত। এই ভ্যারিয়েন্টটি খুবই এগ্রেসিভ। সে কারণে সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়েও তাগিদ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের তাদের টিকা দেওয়া ও আরটিপিসিআর টেস্ট নেয়ার ব্যাপারেও জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close