দেশজুড়েপ্রধান শিরোনাম

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা জব্দ, দুই রোহিঙ্গাসহ আটক ৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ থেকে পৃথক দু’টি অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফ (২-বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফায়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, জাদিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোঃ করিমের বাড়িতে ইয়াবা লুকানো আছে এমন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল তল্লাশি চালায়। এতে ফলস সিলিংয়ের উপর লুকানো অবস্থায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট এলাকা থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সময় দুই রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করা হয়। একই সাথে ৫০০ কেজি জালসহ ফিশিং ট্রলারটি জব্দ করে বিজিবি। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ৬ মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close