বিনোদন

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর(৭৪)। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বৃহস্পতিবার রাতে নূর ভাইয়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে তার শারীরিক সমস্যা নেই।

এদিকে, আসাদুজ্জামান নূরের পারিবারিক সূত্র জানায়, তিনি যাতে ঝুকিমুক্ত থাকেন, সে কারণে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close