করোনাপ্রধান শিরোনাম

করোনায় মারা গেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিল্পপতি ইমামুল কবীর শান্ত। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান। এছাড়া তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এবং শান্তনিবাস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

জানা গেছে, শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন ইমামুল কবীর।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন ইমামুল কবীর। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

জানা গেছে, সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে শনিবার তিনি মারা যান।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close