দেশজুড়ে

করোনা পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই করা যাবে না : শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা অর্থনিতি ডেস্ক:করোনা পরিস্থিতির মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ করা যাবে না বলে কারখানা মালিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কারখানা চালু করতে চাইলে অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে কারখানা খুলতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই শিল্প পুলিশ প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করতে হবে।

আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসির ৬৪তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হকের সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি হাতেম আলী, এমপ্লয়ার্স ফেডারেশন এর সভাপতি কামরান টি রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close