গার্মেন্টসপ্রধান শিরোনাম

করোনা ভাইরাসঃ গার্মেন্টস এক্সেসরিজ খাতে ক্ষতির শঙ্কা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনে কভিড-১৯(করোনা) ভাইরাসের প্রভাব আরো ৬ মাস থাকলে গার্মেন্টস এক্সেসরিজ খাতে ১২শ থেকে ১৫শ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে গার্মেন্টস এক্সেসরিজ শিল্প মালিকদের সংগঠন- বিজিএপিএমইএ।

দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি আব্দুল কাদের খান। তিনি বলেন, গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনের জন্য সুতা ও কেমিক্যালসহ বেশির ভাগ কাঁচামাল আসে চীন থেকে। আগের মজুদ করা কাঁচামাল এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে। নতুন কোরে কাঁচামাল আমদানি না হলে ব্যাহত হবে উৎপাদন।

আব্দুল কাদের খান আরো জানান, অল্প সময়ে প্রতিবেশি দেশ ভারতসহ অন্যদেশ থেকে আমদানি করতে গেলে দাম বেশি পড়বে।

এমন অবস্থায় শূন্য শতাংশ সুদে ব্যাংক ঋণের দাবি করেন উদ্যোক্তারা। এছাড়া কাস্টমসে দ্রুত পণ্য খালাসে সহায়তাও চান তারা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close