করোনাদেশজুড়ে

করোনা সন্দেহে বাবাকে বস্তাবন্দী করে ফেলে গেল দুই ছেলে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার চাটমোহরে করোনা সন্দেহে বস্তাবন্দী করে এক বাবাকে গ্রামের বাড়িতে ফেলে চলে গেছে তার দুই ছেলে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি মারা যান। বিকাল ৩টার দিকে এলাকাবাসী তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করে।

উপজেলার ছাইকোলা ইউপির বরদানগর দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি চট্টগ্রামে থাকা তার দুই ছেলে কাছে থাকতেন। ঈদের দিন বাবা অসুস্থ হয়ে পড়েন। এরপর তার দুই ছেলে তাকে বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে।

ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, অসুস্থতার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

চাটমোহর থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, করোনা সন্দেহে ওই ব্যক্তির দুই ছেলে বস্তাবন্দী করে তাকে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে ফেলে রেখে চলে যায়। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। ডায়াবেটিস ও অ্যাজমার রোগী ছিলেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close