দেশজুড়েপ্রধান শিরোনাম

কর্ণফুলী নদীতে জাহাজ ডুবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কর্ণফুলী নদীতে এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কর্ণফুলী সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা সব নাবিককে আশপাশে থাকা নৌযানগুলো উদ্ধার করায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজের নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ড্রাই ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে পানি ডুবে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে জাহাজে থাকা নাবিকরা চিৎকার করলে আশেপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।

জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ফিশিং জাহাজ ডুবির খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তারা আসলে বিস্তারিত জানা যাবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close