বিনোদন

কলকাতায় টেলিসিন অ্যাওয়ার্ড পেলেন যারা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টেলিসিনে সোসাইটির আয়োজনে প্রতি বছরই কলকাতার বড় ও ছোট পর্দার বিভিন্ন শাখায় টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।

গত কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এবারের টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৮তম আসরে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১ জুন) রবীন্দ্রসরোবরের নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ডের এ আসর বসেছিল। এতে বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম।

সেরা প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন নজরুল রাজ। এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনিও এবার এ অ্যাওয়ার্ড পেয়েছেন। তাছাড়া কলকাতার ‘বিজয়া’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

এর আগে টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন নায়করাজ রাজ্জাক ও বরেণ্য চিত্রনায়িকা ববিতার মতো কিংবদন্তিরা।

Related Articles

Leave a Reply

Close
Close