দেশজুড়ে

কারাগারে পড়াশোনা করতে চান মিন্নি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কারাগারে থাকা স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি পড়াশোনা করতে চান বলে জানিয়েছেন তার আইনজীবী।

বুধবার (২৪ জুলাই) দুপুরে মিন্নির সাথে কারাগারে দেখা করার পর সাংবাদিকদের এ তথ্য জানান আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম।

এসময় তিনি বলেন, মিন্নি জেল হাজতে থাকা অবস্থায় পড়াশুনা করতে চান। সেজন্য আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে মিন্নির পড়াশোনার বিষয়ে আবেদন করা হলে আবেদন মঞ্জুর করবেন বলে জানিয়েছেন জেলার।

অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম আরো বলেন,মিন্নির সমস্ত শরীরে ব্যথা আছে। মিন্নি রাতে ঘুমাতে পারেন না। মানসিকভাবে বিপর্যস্ত তিনি। চিকিৎসার দরকার হলে কারা কর্তৃপক্ষ তার ব্যবস্থা করবে বলে জেলার জানিয়েছেন।

তিনি আরও বলেন, মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে যে জবানবন্দি দিয়েছে তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছেন। তাই আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।’

Related Articles

Leave a Reply

Close
Close