দেশজুড়ে

‘কালো টাকা সাদা করার দাবি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে বহুজাতিক পরামর্শক সেবা প্রতিষ্ঠান ‘প্রাইসওয়াটারহাউজকুপারস বাংলাদেশ’-এর দেওয়া যুক্তিকে ভিত্তিহীন-অযাচিত বলে মত দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির মতে, কালো টাকাকে সাদা করার পক্ষে প্রাইসওয়াটারহাউজকুপার্স যেভাবে ভারতের উদাহরণ টেনে এনেছে, সেই দাবি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। বুধবার (১৯ জুন) এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

সরকারকে কালো টাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আশা করি, সরকার কালো টাকার মালিকদের সুরক্ষা বা নতুন সুযোগ দেবে না। দুর্নীতির বিকাশের ঝুঁকিও বাড়াবে না।’

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘কালো টাকাকে প্রায় অবাধে, নামমাত্র কর দেওয়া সাপেক্ষে বৈধতা দেওয়া ও ২০১৯-২০২০ বাজেটে ঘোষিত গুরুত্বপূর্ণ খাতগুলোয় বিনিয়োগের সুযোগ করে দেওয়া অসাংবিধানিক, অনৈতিক, বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক। অথচ প্রাইসওয়াটারহাউজকুপার্স সম্পূর্ণ অযাচিত, উদ্দেশ্যমূলক ও অনৈতিকভাবে এই প্রস্তাবকে সমর্থন দিচ্ছে। অন্য কোনও দেশে এ ধরনের অনিয়মের চর্চা হয়ে থাকলে তা এদেশেও অনুকরণের প্রস্তাবের পেছনে কোনও নৈতিক ভিত্তি থাকতে পারে না।’

Related Articles

Leave a Reply

Close
Close