দেশজুড়েবিনোদন

কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক বাংলাদেশে

ঢাকা অর্থনিতি ডেস্ক: বাংলাদেশে এসেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট।

শুক্রবার (২৪ মে) ঢাকায় এসে পৌঁছেন জনপ্রিয় এ অভিনেতা। ঢাকায় পৌঁছার আগে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেই বুরাক নিজেই জানান, তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে।

এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ‘কুরুলুস উসমান’ অন্যতম।

এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট।
বুরাক তুরস্কের একজন অভিনেতা। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন। বর্তমানে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন।

 

Related Articles

Leave a Reply

Close
Close