দেশজুড়েপ্রধান শিরোনাম

কেউই আইনের ঊর্ধ্বে নয়: আসাদুজ্জামান খান কামাল

ঢাকা অর্থনীতি ডেস্ক: পুলিশ বাহিনীর কেউ অন্যায় করলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সম্প্রতি পুলিশের কয়েক কর্মকর্তার কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর দু-একজন সদস্য অপকর্মে জড়াতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদের শাস্তি হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তবে করোনায় পুলিশ বাহিনী সাহসী ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজও আছে।’

এ সময় ১০ বছর আগের পুলিশ বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close