দেশজুড়ে

কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না : সিইসি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কেএম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছে বিএনপি। তবে কেউ চাইলেই তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন কেএম নুরুল হুদা।

নির্বাচন ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। অলরেডি ফলাফল আসা শুরু করেছে।’সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে- এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমাদের কাছে কোনও এজেন্ট এসে অভিযোগ করে নাই ভোটদানে বাধা বা এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে।’

ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর ভোটারদের বের করে দেয়া হয়েছে, জোর করে পছন্দের প্রতীকে টিপ দিতে বাধ্য করা হয়েছে- এমন অভিযোগের বিষয়ে নুরুল হুদা বলেন, ‘ইভিএম সম্পর্কে অধিকাংশ ভোটাররাই সন্তুষ্টি প্রকাশ করেছে। ইভিএমে ভোটগ্রহণে কারচুপির সুযোগ নাই। ফলাফল কাগজে বা হাতে লিখারও সুযোগ নাই।’

যারাই ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিয়ে এসেছে। ভোট দিতে না পারার কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।কত শতাংশ ভোট পড়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নিশ্চিত নয়, ফলাফল আসতে শুরু করেছে। তবে ৩০ শতাংশ এর নিচে ভোট হতে পারে।’

‘ভোট কারচুপির অভিযোগে একটি রাজনৈতিক দল আপনার পদত্যাগ দাবি করেছেন, আপনি পদত্যাগ করবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close