দেশজুড়েপ্রধান শিরোনাম

টাঙ্গাইলের সেই মহিষকে নিয়ন্ত্রনে আনতে ‘ট্রাংকুলাইজার’

মহিষের শিং এর আঘাতে আহত ১১

ঢাকা অর্থনীতি ডেস্ক: টাঙ্গাইলে কোরবানির সময় উঠে দৌঁড়ে পালানো মহিষটিকে ধরতে আজ ট্রাংকুলাইজার ব্যবহার করার কথা জানিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুটন চন্দ্র দাশ।

তিনি বলেন, ‘মহিষটি সম্ভবত পাগল হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য এটি এখন বিপদজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি পশুটিকে আটক করার জন্য। আজ মঙ্গলবার ট্রাংকুলাইজার দিয়ে অবশ করার চেষ্টা করা হবে।’

গতকাল রাতভর মহিষটি ভূঞাপুরের কাগমারিপাড়া বিলে অবস্থান করে। সেটিকে ঘিরে রাখে পুলিশ যাতে আর কাউকে আহত করতে না পারে। পরে আজ সকালের দিকে মহিষটি উপজেলার অলোয়া এলাকায় একটি বিলে অবস্থান নেয়।

উল্লেখ্য, ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের আরিফুল ইসলাম ঈদের নামাজের পর কোরবানী দেয়ার সময় তার মহিষটি উঠে রাস্তায় দৌঁড়াতে থাকে। এ পর্যন্ত মহিষটিকে ধরতে গিয়ে তার আক্রমনে আহত হয়েছেন ১১ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা, ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ মহিষটি ধরতে আপ্রাণ চেষ্টা করে। এক রাউন্ড গুলিও করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close