প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারেন্টকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চার দিনের রায় পড়া শেষে বৃহস্পতিবার দেয়া রায়ে জানানো হয়, প্যারোলে মুক্তির সুযোগও পাবেন না তিনি।

নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তি সর্বোচ্চ সাজা পেয়েছেন। ৫১টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টা ও ভাঙচুরসহ মোট ৯২টি মামলায় দায় স্বীকার করেছেন ট্যারেন্ট। ৪ দিনের বিচার শুনানিতে সাক্ষ্য দেন হামলায় হতাহতদের পরিবার।

সাজার রায়ে ট্যারেন্টের কৃতকর্মকে ‘অমানবিক’ ও ‘ক্ষমার অযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন বিচারক।

গত বছর মার্চে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে ঢুকে বর্বরোচিত হামলা চালায় ব্রেন্টন ট্যারেন্ট। যা ফেসবুকে লাইভ স্ট্রিমিংও চালান। এতে প্রাণ যায় বাংলাদেশিসহ ৫১ মুসল্লির। এ ঘটনার পরপরই কঠোর করা হয় নিউজিল্যান্ডের অস্ত্র আইন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close