প্রধান শিরোনাম

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও ফুডপ্যান্ডার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম র্শীষ আইটি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট ও অনলাইনে খাবার ও গ্রোসারি সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ক্রিয়েটিভ আইটি ইন্সটটিউিট পরিবারের সকলে (ছাত্র-ছাত্রী, র্কমর্কতা, এ্যালামনাই) ফুডপ্যান্ডা থেকে নির্দিষ্ট শতাংশ বিশেষ ছাড়ে খাবার র্অডার করতে পারবেন।

ফুডপ্যান্ডার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনয়েম, সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমান এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্রান্ডিংও মার্কেটিং এর হেড আশরাফ ইনসান ইভান, হেড অব অপারেশন মো. আকরাম হোসাইন নিজেদের প্রতিষ্ঠানের প্রতনিধিত্বি করেন।

উল্লখ্যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান সূচনালগ্ন থেকেই যুগপৎ ভুমিকা পালন করে আসছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট তার মধ্যে অন্যতম। এশিয়ার র্শীষস্থানীয় অনলাইন খাবার এবং গ্রোসারি ডেলিভারি প্লাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশে ২০১৩ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠান গুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার জন্য ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’ নামে করপোরেট সেবা চালু করেছে ফুডপ্যান্ডা। করপোরেট গ্রাহকদরে জন্য তৈরি এই প্ল্যাটফর্মটির বিশেষ ছাড়, অ্যালাওয়ন্সে সেটিং অপশন, সহজে বলি পরিশোধ ও আরও অনেক সুবিধাসহ খুব সহজে র্অডার করা যাবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close