দেশজুড়েপ্রধান শিরোনাম

ক্ষমতার অপব্যবহার করবেন না, দুদককে হাইকোর্ট

ঢাকা অর্থনীতি ডেস্ক: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আদালত বলেছেন, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না; আর অযথা ক্ষমতা দেখাবেন না।

রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, ২০১৯ সালে একজন মানুষকে নোটিশ দিলেন কিন্তু এখনো তার নিষ্পত্তি হয়নি। আবার বিদেশ যাত্রায় তাকে নিষেধাজ্ঞা দিলেন। তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে? এরপর আদালত আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন।

পরে অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের মার্চ মাসে আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক নোটিশ দেয়। এরপর দুদক কার্যালয়ে হাজির হন তিনি।

এরপর ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠায় দুদক। পরে দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন মামুন খান।

Related Articles

Leave a Reply

Close
Close