দেশজুড়েপ্রধান শিরোনাম

খাগড়াছড়িতে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম বৈদ্যপাড়ায় ইউপিডিএফের দু’পক্ষের গোলাগুলিতে প্রসীত গ্রুপের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি বিপুল চাকমা, সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, ইউপিডিএফ সদস্য রহিনসা ত্রিপুরা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা।

নিখোঁজরা হলেন, ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা ও নীতিদত্ত চাকমা। তবে অপরজনের পরিচয় জানা যায়নি।

সোমবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোলাগুলি শুরু হয়। প্রসীত গ্রুপের দাবি- গণতান্ত্রিক গ্রুপ আগে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ইউপিডিএফ (প্রসীত)-এর জেলা সমন্বয়কারী অংগ্য মারমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবেন বলে জানিয়েছেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close