দেশজুড়েপ্রধান শিরোনাম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের ৩ সদস্য নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে গোলাগুলিতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রসীত গ্রুপের অন্তত তিন কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালায় ইউপিডিএফ-এর আস্তানায় প্রচুর গোলাবারুদ মজুদ আছে, এমন খবরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে, আস্তানার ভেতরে গোলাগুলি শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ তিন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বুজেন্দ্র চাকমা, নবীন জ্যোতি চাকমা ও রশিল চাকমা। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধারের কথাও জানা গেছে।

এর আগে গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় আইনশৃংখলাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপের সদস্য সুমন চাকমা নিহত হয়।
সেনাবাহিনীর টহলের সময় গাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। এসময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়,পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

আর গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাটহলে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত এবং ২ জন আহত হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Close
Close