দেশজুড়ে

খাবার নিয়ে ভিক্ষুকের বুকে ছুরি মারলেন আরেক ভিক্ষুক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের টোকেন সংগ্রহ নিয়ে এক ভিক্ষুকের ছুরিকাঘাতে তৌফিক মিয়া নামে আরেক ভিক্ষুক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মুক্তমঞ্চের সামনে এ ঘটনা ঘটে। আহত তৌফিক মিয়া পৌর শহরের সরকার পাড়ার ফুল মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুর সদর উপজেলার আদালত পাড়ার নজরুল ইসলামের ছেলে।

সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিকেলে খাবারের টোকেন ও টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ভিক্ষুক। এ সময় তৌফিকের বুকে ছুরিকাঘাত করেন সুমন। আত্মরক্ষার্থে তৌফিকও পাল্টা আঘাত করেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়।

ওসি আরো জানান, এ ঘটনায় সুমনকে আটক করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তবে কে বা কারা খাবারের টোকেন দিয়েছিলেন কিংবা কী নিয়ে দুইজনে মারামারিতে জড়িয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক রনি জানান, দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তৌফিকের বুকে ছুরিকাঘাত করায় ফুসফুসের অনেক ক্ষতি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close