প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

গণপরিবহন বন্ধ; সাভারে ভোগান্তিতে শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সীমিত পরিসরে লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণার ২য় দিনেও সাভারে ভোগান্তি নিয়ে শত শত শ্রমিককে কাজে পৌছাতে হয়েছে। সকাল থেকেই শ্রমিকবাহী গুটি কয়েক বাস দেখা গেলেও মহাসড়কগুলো কোন গণপরিবহনের চলাচল দেখা যায়নি।

মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকেই সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পা হেঁটে বা রিকশা-ভ্যানে করে বাড়তি ভাড়ায় কর্মস্থলে পৌছাতে দেখা যায় শ্রমিকদের।

এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেককে দাড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন বন্ধ থাকলেও হাইয়েস বা প্রাইভেটকারে করে বাড়তি ভাড়ায় রওয়ানা দিতে দেখা যায়। পাশাপাশি অনেকে রিকশা বা ভ্যানে করে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্য যাওয়ার চেষ্টা করেন। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তেমন কোন সচেতনতা নেই। ঝুঁকি নিয়ে অনেকে পণ্যবাহী ট্রাকে করেও যেতে দেখা যায়।

এদিকে পুলিশ বলছে, নির্দেশনা মানাতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Close
Close