দেশজুড়েপ্রধান শিরোনাম

গণহত্যার প্রতিবাদে দেশের কোনো ইসলামী দল কর্মসূচি দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের কোনো ইসলামিক দলই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করেনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা শুধু গণহত্যা নয়, এটা মানবতাবিরোধী অপরাধ।

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’ শিরনামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর সকল আইনকানুন ও যুদ্ধ বন্ধে একাধিক দেশের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল এই গণহত্যা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে থাকবে। ফিলিস্তিনে ন্যায় প্রতিষ্ঠিত হলে পৃথিবীর অনেক সমস্যা সমাধান করা সম্ভব হতো।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি যখন সরকারে ছিল তখন ফিলিস্তিনে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করা হলে বিএনপি সরকার তা উত্থাপন করতে দেয়নি। এমনকি বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য একটিও বিবৃতি প্রদান করা হয়নি। এই দলের মাধ্যমে মানবতার কোনো উপকার সম্ভব না।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close