করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

নৌবাহিনীর পক্ষ থেকে জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনা মোকাবেলায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য নৌবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে ২৮০০ পিস মাস্ক, ১৩০০ সেট হ্যান্ড গ্লাভস, ১২০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত সব ব্যক্তিবর্গের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close