প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বাংলাদেশ ও এডিবির পক্ষে ঋণচুক্তিতে সই করেন।

প্রকল্প চুক্তিতে সই করেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান।

মনমোহন প্রকাশ বলেন, এই প্রকল্প বেসরকারি বিনিয়োগ সংহত, অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি করে বিআইএফএফএল এর সক্ষমতা বাড়াবে। এতে করে কোভিড-১৯ মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

এ প্রকল্পগুলো ২০২৪ সালের মধ্যে প্রায় তিন হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবির এই ঋণ ব্যবহার করে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেডকে শক্তিশালী করার একটি প্রকল্পও বাস্তবায়িত হবে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন উপ-প্রকল্পের জন্য স্থানীয় মুদ্রার যোগান দেবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close