দেশজুড়েপ্রধান শিরোনাম

গাজীপুরে খাবার হোটেলে বিস্ফোরণ, আহত ১৭

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের একটি খাবার হোটেলে বিস্ফোরণে আহত হয়েছেন ১৭ জন। এর মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও ঘটনা তদন্ত শেষে কারণ সম্পর্কে জানাবে ফায়ার সার্ভিস।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে জেলার বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঁধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহুর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পুরো হোটেল। ধসে পড়ে দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ। পথচারী ও রিকশা চালকসহ গুরুতর আহত হন অন্তত ১৭ জন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হঠাৎ একটা বিকট শব্দ হয়। এসে দেখি আহত এক ব্যক্তি রিকশার নিচে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করি; এরপরই ফায়ার সার্ভিসের লোকজন আসে।

আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৭ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

হোটেলের ভিতরে লোকজন কত ছিলো এমন প্রশ্নে মালিক মাহবুব বলেন, ১০ থেকে ১২ জন ভিতরে ছিলো। কেননা, হোটেল রাত ৮-১০ টা পর্যন্ত চলে। এরপর মানুষ থাকে না। হোটেলের  কর্মচারীও কম থাকে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। অন্য কারণে আগুন লাগতে পারে। তবে, তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close