দেশজুড়ে

টাঙ্গাইলের ৬টি উপজেলায় ৮০ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বেড়েই চলেছে যমুনা, ধলেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি। টাঙ্গাইলের ৬ উপজেলার নদী তীরবর্তী প্রায় ৮০ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।

সর্বনাশা নদী একে একে গিলে খাচ্ছে বহু পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

একেতো অসময়ের বন্যা, তার ওপর ঘুম কেড়েছে ভাঙন। সর্বনাশা নদী গিলে খাচ্ছে টাঙ্গাইলের ৬ উপজেলার নদী তীরবর্তী জনপদ। এরইমধ্যে নদীগর্ভে বিলীন শতাধিক বসতভিটা। ভাঙন ঝুঁকিতে হাট-বাজার, ব্রিজ, কালভার্ট, সরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলি জমিসহ শহর রক্ষা বাঁধ।

গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অস্থায়ী কাজ চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আমরা আসলে সব জায়গায় ভাঙন প্রতিরোধে কাজ করতে পারি না যেখানে কোন গুরুত্বপূর্ণ স্থাপনা নেই। যেসকল স্থাপনাগুলো রক্ষা না করলে ক্ষয়ক্ষতির পারিমাণ অনেক বেশি হবে সেখানেই আমরা প্রথমে নজর দিচ্ছি।

ভাঙন কবলিতদের নগদ অর্থ ও আবাসন সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি। তিনি বলেন, যাদের বাড়ি-ঘর ভেঙেছে আমরা সরকারের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে অর্থ এবং খাদ্য সহায়তা দিয়েছি।

এছাড়াও তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে টিন এবং অর্থ দেয়া হবে যাতে করে তারা আবার বাড়ি-ঘর নির্মাণ করতে পারে।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close