বিশ্বজুড়ে

গোবর আর মাটি মেখে জন্মেছি, করোনা হবে না: ভারতীয় মন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গোবর আর মাটি মেখে জন্মেছেন। এজন্য প্রাণঘাতী করোনা ভাইরাস ধারে কাছে আসতে পারবে না। এমনটাই দাবি করেছেন ভারতের মধ্য প্রদেশের নারী ও বল বিকাশ মন্ত্রী ইমারতি দেবী।

‘গুজব’ উঠে ইমারতি দেবীর করোনা হয়েছে। আর এমনটা শুনেই একপ্রকার রেগে যান মধ্য প্রদেশের এই মন্ত্রী। সাংবাদিকদের বলেন, আমি গোবর আর কাদা মাটিতে জন্মেছি। করোনা আমায় ছুঁতে পারবে না।

এসময় গলায় ঝুলছিল তার মাস্ক। তা দেখিয়ে ওই মন্ত্রী বলেন, এটাও আমার পরার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে পরতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি মাসের ৩ তারিখ বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাসভবনে যান ইমারতি দেবী। আর সম্ভবত সেখানেই তিনি এসব মন্তব্য করেন।

ইতোমধ্যে তার এসব বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এনিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close